
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) ভাইস-চেয়ারম্যান ইয়াও ওয়াং। সাক্ষাৎকালে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়।
আজ শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেনশিয়াল’ হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিসিপিআইটি একটি আধা-সরকারি প্রতিষ্ঠান, যা চীনের বৈদেশিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে।
জানা গেছে, বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
রেডিওটুডে নিউজ/আনাম