সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

Radio Today News

বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, কাল চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২২, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ২২:২২, ২৭ মার্চ ২০২৫

Google News
বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, কাল চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০:২০ মিনিটের দিকে বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সন্ধ্যা ৭টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন। চার দিনের সরকারি সফরে আজ কর্মব্যস্ত দিন পার করেছেন তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছান। সফরের দ্বিতীয় দিন আজ তিনি বোআও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ভাষণ দেন। এবার তিনি অন্তত আটটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের