সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

Radio Today News

ব্লুমবার্গের প্রতিবেদন

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৭, ২৭ মার্চ ২০২৫

Google News
বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানি

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) নিয়মিত বিল পরিশোধের পর ভারতীয় এ প্রতিষ্ঠানটি ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈদেশিক মুদ্রার সংকটের কারণে বাংলাদেশ নিয়মিত বিল পরিশোধ করতে না পারায় গত বছরের নভেম্বরে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। তবে চার মাস পর এবার সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হলো। বাংলাদেশের তরফ থেকে নিয়মিত বকেয়া পরিশোধ করতে শুরুর পরই আদানি এই উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, "আমরা নিয়মিতভাবে আদানিকে অর্থ পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি।" তবে বকেয়া পরিশোধের নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাননি।

বিপিডিবির তথ্য অনুযায়ী, আদানি দুই সপ্তাহেরও বেশি সময় আগে সরবরাহ বাড়িয়েছে। গ্রীষ্মকালীন তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় লোডশেডিং অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রীষ্ম মৌসুমে বাংলাদেশজুড়ে গড় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশেই থাকে। এই অবস্থায় আদানির সরবরাহ পুনরুদ্ধার হওয়ায় তীব্র গ্রীষ্মের মাসগুলোতে বাংলাদেশে লোডশেডিং অনেকটাই এড়ানো সম্ভব হবে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশে আদানির বকেয়া বিদ্যুৎ বিল বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, আদানির ঋণদাতাদের আশ্বস্ত করতে বিপিডিবি গ্যারান্টিও দিয়েছে, যাতে কোম্পানির কার্যকরী মূলধনের সংকট কমে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের