সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে

কম বয়সে মা হলো বাঘিনী-১৩৬ নামের একটি সাইবেরিয়ান বাঘ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪০, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৪১, ২৭ মার্চ ২০২৫

Google News
কম বয়সে মা হলো বাঘিনী-১৩৬ নামের একটি সাইবেরিয়ান বাঘ 

উত্তর-পূর্ব চীনের টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে একটি বিরল ঘটনা ঘটেছে। দুই বছর বয়স না হতেই মা হয়েছে একটি সাইবেরিয়ান বাঘ। বাঘিনী-১৩৬ নামের এই বাঘটি ভিডিও বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, বাঘিনীটি মাত্র ১ বছর ১০ মাস বয়সে তিনটি শাবকের জন্ম দিয়েছে। যা তাকে পার্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা বাঘিনীতে পরিণত করেছে।  

উত্তরপূর্ব চীনের টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। মাত্র দুই বছর বয়সে মা হয়েছে একটি সাইবেরিয়ান বাঘিনী। যার নাম বাঘিনী-১৩৬।

সম্প্রতি এই জাতীয় উদ্যানের ইনফ্রারেড ক্যামেরায় বাঘিনী-১৩৬ কে  তার তিনটি শাবককে নিয়ে বসন্তের উষ্ণ রোদ পোহাতে দেখা যায়। যেটি ছিল নতুন পরিবারের প্রথম ভিডিও ফুটেজ।

প্রথম দিকে উত্তর-পূর্ব চীনের বাঘ ও চিতা পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের গবেষকরা এর বয়স স্বাভাবিকভাবে ধরে নিলেও যখন তারা এটি নিয়ে বিস্তারিত জানতে শুরু করে তখন সবাই বেশ অবাক হয়ে যান। কারণ, বন্য বাঘের প্রজনন সংক্রান্ত গবেষণা অনুযায়ী, বেশিরভাগ বাঘের সাধারণত প্রায় তিন বছর বয়স না হওয়া পর্যন্ত তাদের প্রথম প্রজনন চক্র শুরু হয় না। 

গবেষকদের মতে, বাঘিনী-১৩৬ যখন মা হয়, তখন তার বয়স ছিল মাত্র ১ বছর ১০ মাস। 

অস্বাভাবিক ঘটনাটি যাচাই করার জন্য, গবেষকরা বাঘিনী-১৩৬-এর শৈশবকাল পর্যন্ত সময়রেখা অনুসরণ করে ভিডিও আর্কাইভগুলো খুঁটিয়ে দেখেন। সেখানে তারা ২০২৩ সালের জানুয়ারির একটি ভিডিও ফুটেজে দেখেন বাঘিনী-১৩৬ তার চার মাস বয়সী অন্য সহদোরদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওগুলো পরীক্ষার পর, অধ্যাপক ফেং নিশ্চিত হয়েছেন এই মা বাঘটি প্রায় ১ বছর ১০ মাস বয়সে তার প্রথম শাবকের জন্ম দিয়েছে, যা তাকে পার্কটির সবচেয়ে কম বয়সী বাঘিনীতে পরিণত করেছে।

টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কটি চীনের চিলিন প্রদেশ এবং হেইলংচিয়াং প্রদেশে অবস্থিত একটি সুবিশাল প্রাকৃতিক সংরক্ষিত এলাকা। সাইবেরিয়ান বাঘ এবং আমুর চিতাবাঘের মতো বিপন্ন প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এই উদ্যান।

২০১৭ সালে প্রতিষ্ঠিত উদ্যানটি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের মর্যাদা পায়। প্রায় ১৪ লাখ ৬৫ হাজার হেক্টর আয়তনের উদ্যানটি চীনের বৃহত্তম জাতীয় উদ্যানগুলোর মধ্যে অন্যতম। 

উদ্যানটি প্রতিষ্ঠার পর থেকে, সাইবেরিয়ান বাঘ এবং আমুর চিতাবাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে, উদ্যানের হুনচুন প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় ৪৫টি সাইবেরিয়ান বাঘ এবং ৩০টি আমুর চিতাবাঘ শনাক্ত করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের