সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৫, ২৬ মার্চ ২০২৫

Google News
ব্রাজিলকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এক হালি গোল খেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। খেলা শেষে বিধ্বস্ত ভিনিসিয়ুস জুনিয়ররা মাথা নুইয়ে মাঠ ছাড়েন। প্রিয় দলের ‘ম্যাড়মেড়ে’ খেলা দেখে হতাশা আর লজ্জা নিয়ে গ্যালারি ত্যাগ করেন ব্রাজিল ভক্তরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে তিন গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে ব্রাজিল। ম্যাচে আক্রমণ কিংবা বল দখল, সব জায়গাতেই আর্জেন্টিনা থেকে পিছিয়ে ছিল ব্রাজিল।

ম্যাচের ৭১তম মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন আলমাদার বলদি হিসেবে নামা সিমিওনে। এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে জালের দেখা পান হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। যদিও প্রথমার্ধে এক গোল দিয়ে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। ৩০তম মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যাথিয়াস কুনহা।

ম্যাচের শেষ সময়ে দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে। তবে কোনো গোল আর হয়নি। ফলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এদিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির দল।

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই। ২১ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের