শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৪ চৈত্র ১৪৩১

Radio Today News

নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ল আরও একদিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৭, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১৪:৪৮, ২০ মার্চ ২০২৫

Google News
নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ল আরও একদিন

নির্বাহী আদেশে আগামী ৩ এপ্রিল ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ফলে ঈদুল ফিতরে টানা ৯ দিনের লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অর্থাৎ, ২৮ মার্চ থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে, ৩ এপ্রিলও ছুটি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের