
রাজনৈতিক দলগুলো সবাই মিলে যেটা পছন্দ করবেন সেটিই জাতীয় ঐক্য হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (২০ মার্চ) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, স্বৈরতন্ত্র শাসনের দিকে দৃষ্টি দিয়েই সংস্কারের প্রশ্ন উঠছে। কারণ তারা সকল প্রতিষ্ঠানের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করেছে, দেশের সকল প্রতিষ্ঠানকে স্বৈরশাসকেরা ধ্বংস করেছে ইচ্ছাকৃত, তবে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।
আলী রিয়াজ বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতে হলে কাঠামোগত সংস্কারের বিকল্প নেই। এই রাষ্ট্র সংস্কারের মূল দাবি হলো নাগরিকের। কাঠামোগত পরিবর্তন করতে না পারলে এবং বিদ্যমান সাংবিধানিক অব্যাহত থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে।
গত তিনটা নির্বাচনের প্রহসনের ছিলো উল্লেখ করে তিনি বলেন, কাঠামোগত পরিবর্তন কিংবা সংস্কার করতে শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই সংস্কারের নাগরিক সমাজের চাওয়া। নাগরিক সমাজকে অন্তর্ভুক্তি করে এই প্রথম সংবিধান ও রাষ্ট্র সংস্কারের ঐকমত্য তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম