সোমবার,

১৭ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

সোমবার,

১৭ মার্চ ২০২৫,

৩ চৈত্র ১৪৩১

Radio Today News

৭ দিনের মধ্যে সরকারি চাকরিতে শূন্যপদের তথ্য চায় জনপ্রশাসন মন্ত্রণালয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৯, ১৬ মার্চ ২০২৫

আপডেট: ২০:০০, ১৬ মার্চ ২০২৫

Google News
৭ দিনের মধ্যে সরকারি চাকরিতে শূন্যপদের তথ্য চায় জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারি চাকরিতে (৯ম থেকে ১২তম গ্রেডের) শূন্যপদের তথ্য চেয়ে মন্ত্রণালয়, বিভাগ এবং দফতর ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে শূন্যপদগুলোর তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠাতে বলা হয়।

শনিবার (১৫ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
 
চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান, ২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত সরকারের অনুমোদিত নন-ক্যাডার শূন্যপদের সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজার। এর মধ্যে ৪৩তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার (৯ম-১২তম গ্রেড) ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগে এরই মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) অধিযাচন পাঠানো হয়েছে।
 
এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২ ডিসেম্বরের একটি স্মারকে সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দফতর এবং সংস্থার শূন্যপদ পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ জানানো হলেও গৃহীত পদক্ষেপ সন্তোষজনক মর্মে প্রতীয়মান হয় না।

‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু, বর্ণিত তথ্যমতে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না’ বলে জানানো হয় চিঠিতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের