শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন জাতিসংঘ মহাসচিব  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪, ১৪ মার্চ ২০২৫

Google News
পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন জাতিসংঘ মহাসচিব  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন। 

শুক্রবার (১৪ মার্চ) তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের পর এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনূস।  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকায় পৌঁছান। সফরের অংশ হিসেবে আজ শুক্রবার সকালে তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে সকাল ১০টায় তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হন। এই বৈঠকের পরই গুতেরেস বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তিনি সন্ধ্যায় ঢাকায় ফিরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন।  

আগামীকাল শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘ কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে এক বৈঠকে অংশ নেবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের