শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

বিএসএমএমইউসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৪, ১৪ মার্চ ২০২৫

Google News
বিএসএমএমইউসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম হবে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার (১৩ মার্চ) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

এছাড়া ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’–এর নাম পরিবর্তন করে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা’–এর নাম পরিবর্তন করে ‘খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

বৈঠকে জাতীয় যুব দিবস (১ নভেম্বর) ও আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট) একসঙ্গে ১২ আগস্ট উদ্‌যাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নৌকা, জামদানি শাড়ি এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ গ্রহণ করবে বলে উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত গৃহীত হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের