
ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার আগেই ৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা তাদের।
চট্টগ্রামে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ৫ দফা দাবির কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা। আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে দূরদূরান্ত থেকে আসা রোগীরা।
প্রয়োজনীয় সেবা না পাওয়ার অভিযোগ তাদের। একই অবস্থা খুলনা, রাজশাহী, সিলেট ও কুমিল্লাসহ দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে।
ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার তারিখ সামনে রেখে উত্তাল দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ। কর্মবিরতি ও ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল থেকে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।