বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

পুলিশের সঙ্গে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৬, ১১ মার্চ ২০২৫

Google News
পুলিশের সঙ্গে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচারসহ ৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রাটি ঠেকিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে গণপদযাত্রাটি নিয়ে রাস্তায় নামলে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ‘কণ্ঠে আবার লাগা জোর, ধর্ষকদের কবর খোঁড়’ স্লোগানে ব্লকেড কর্মসূচি ও বিক্ষোভ করে ৩০টি কলেজের শিক্ষার্থীরা।

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’র ব্যানারে পদযাত্রাটি মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

দুপুরের পর থেকেই জড়ো হতে থাকেন বিক্ষোভকারীর। বিকেলে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনে অভিমুখে যাওয়ার সময়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দু-পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। পরে বাধে সংঘর্ষ। ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এবং জলকামান প্রস্তুত রাখা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সুষ্ঠু মিছিলে বাধা প্রদান করেছে প্রশাসন। পদযাত্রায় লাঠিচার্জসহ নানা পাল্টাপাল্টি অভিযোগ আসে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে। দুই পক্ষেরই কয়েকজন আহত হন।

পরে ব্রিফ করে আন্দোলনকারীরা জানান, গণ আন্দোলন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ছাড়া মাঠ ছাড়বেন না তারা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের