বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৩, ১১ মার্চ ২০২৫

আপডেট: ১৩:২৪, ১১ মার্চ ২০২৫

Google News
প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতে ১ কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে ইসি। ভোটার তালিকায় যাদের নাম আছে তারা এই ভোট দিতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

তিনি জানান, প্রবাসীদের ভোট প্রদানে পোস্টাল ব্যালট কার্যকর নয়। তাই প্রক্সি ভোটিং সিস্টেম নিয়ে কাজ করছে কমিশন। তিনি এও জানান, বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তাবনা রাখা হয়েছে।

ইসি সানাউল্লাহ আরও জানান, প্রবাসীদের ভোটিং সিস্টেমে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের মধ্যে প্রক্সি সিস্টেম নিয়ে কাজ করছেন তারা। এ বিষয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের ওয়ার্কশপ শেষে রাজনৈতিক দলসহ নীতিনির্ধারকদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের