সোমবার,

১০ মার্চ ২০২৫,

২৬ ফাল্গুন ১৪৩১

সোমবার,

১০ মার্চ ২০২৫,

২৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৮, ১০ মার্চ ২০২৫

আপডেট: ১৫:০৪, ১০ মার্চ ২০২৫

Google News
অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

‘আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তি নির্বাচন সমর্থন করে যুক্তরাজ্য। এ বিষয়ে আলোচনার জন্যেই আমরা এসেছিলাম। ’

সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা সাড়ে ১১টায় সিইসির সঙ্গে বৈঠকে বসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের রাজনৈতিক ও শাসন ব্যবস্থা দলের প্রধান টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন।

এ সময় সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানতে এসেছিলেন ব্রিটিশ হাইকমিশনার। বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা আমাদের সহায়তা করতে চান। আমরা তাকে পর্যবেক্ষক, ভোটার তালিকা, পার্টি রেজিস্ট্রেশন সম্পর্কে জানিয়েছি। জাতীয় নির্বাচনের কেনাকাটার বিষয়েও জানানো হয়েছে। আগামী ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা তাদের রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করেছি। তারা আমাদের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের