
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং তার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ মোট ৮টি সংস্থা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠান ও সংস্থাগুলো হচ্ছে, চট্টগ্রামের নিউমুরিং-এ অবস্থিত বানৌজা 'বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ করা হয়েছে। ঢাকা’র খিলক্ষেতে বানৌজা শেখ মুজিব-কে বানৌজা ঢাকা করা হয়েছে। কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া, কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি 'বঙ্গবন্ধু’র নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বীর উত্তম একে খন্দকার করা হয়েছে।
কুর্মিটোলা ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনীর পরিবর্তে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, যশোরের বিএএফএ 'বঙ্গবন্ধু' কমপ্লেক্স এর পরিবর্তে বিএএফএ কমপ্লেক্স, মিরপুর সেনানিবাসে 'শেখ হাসিনা কমপ্লেক্স' এর পরিবর্তে ডিএসসিএসসি কমপ্লেক্স এবং শেরে-ই-বাংলানগর গণভবন কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা যাদুঘর করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম