সোমবার,

১০ মার্চ ২০২৫,

২৫ ফাল্গুন ১৪৩১

সোমবার,

১০ মার্চ ২০২৫,

২৫ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সেই অর্ণবকে জামিন কেন, মুখ খুললেন আসিফ নজরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ৯ মার্চ ২০২৫

Google News
সেই অর্ণবকে জামিন কেন, মুখ খুললেন আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তার অভিযোগ নিয়ে আলোচনা সৃষ্টি হলে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল মোস্তফা আসিফ অর্ণব নামের এক ব্যক্তিকে। পরদিন বৃহস্পতিবার ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান।

এ ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে উত্তর দেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আমি শুধু ছাড়া পাওয়ার বিষয়টি বলি, সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল। যে ভিকটিম, উনি নিজে মামলাটি নিজে প্রত্যাহার করেছেন। মামলাটি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। সেই প্রত্যাহারপত্র আদালতে পাঠানো হয়। খুব সম্ভবত এটাই জামিনের কারণ ছিল।

তিনি আরও বলেন, এখন উনি কি জোর-জবরদস্তির মুখে পড়েছেন কি-না, এটা নিয়ে সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে কথা বলবেন এবং যদি ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করে থাকেন, আমি ঢাবি প্রশাসনকে পরামর্শ দেব, ওনারা যেন মামলা করে। আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের