
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সেনাবাহিনীর আওতাধীন ১৬টি রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) প্রস্তাবিত নতুন নামসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি নথি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে।
১৬টি রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনাগুলো হলো-
১. টাঙ্গাইলের ভুঞাপুরের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।
২. কিশোরগঞ্জের মিঠামইনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামইন সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।
৩. বরিশালের লেবুখালির শেখ হাসিনা সেনানিবাসের নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস নামকরণের প্রস্তাব করা হয়েছে।
৪. শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস রাখার প্রস্তাব করা হয়েছে।
৫. চট্টগ্রামের বিএমএ ভাটিয়ারির বঙ্গবন্ধু কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে।
৬. চট্টগ্রামের হালিশহরের এসিএন্ডএসের বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের (কমপ্লেক্স-১ এবং কমপ্লেক্স-২) নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল রাখার প্রস্তাব করা হয়েছে।
৭. কক্সবাজারের রামু সেনানিবাসের মুজিব রেজিমেন্ট আর্টিলারির নাম পরিবর্তন করে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি রাখার প্রস্তাব করা হয়েছে।
৮. ঢাকার বিজয় স্মরণির এডহক বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের নাম পরিবর্তন করে বাংলাদেশ সামরিক জাদুঘর করার প্রস্তাব করা হয়েছে।
৯. শরীয়তপুরের জাজিরার চরজানাজাতের বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাতের নাম বদলে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা রাখার প্রস্তাব করা হয়েছে।
১০. ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু জাদুঘরের নাম পরিবর্তন করে স্বাধীনতা জাদুঘর রাখার প্রস্তাব করা হয়েছে।
১১. টাঙ্গাইলের ভুঞাপুরের বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।
১২. নারায়ণগঞ্জের জলসিঁড়ির শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ির নাম পরিবর্তন করে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি রাখার প্রস্তাব করা হয়েছে।
১৩. শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাজিরার নাম বদলে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।
১৪. বরিশালের লেবুখালির শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাখার প্রস্তাব করা হয়েছে।
১৫. চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসির শেখ কামাল কমপ্লেক্সের (ভাস্কর্যসহ) নাম বদলে ইবিআরসি একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করা হয়েছে।
১৬. চট্টগ্রামের হালিশহরের এসিএন্ডএসের মুজিব ব্যাটারি সড়কের নাম পরিবর্তন করে গোলন্দাজ সড়ক রাখার প্রস্তাব করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম