
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
সারাদেশে বিশেষ করে গ্রামগঞ্জে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “পিএসসির মাধ্যমে ৩৪৯৩ জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এর অতিরিক্ত হিসেবে আমরা আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
“গ্রামগঞ্জের মানুষের আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসক যাতে নিশ্চিত করা যায় এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”