শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৪, ৬ মার্চ ২০২৫

আপডেট: ১৯:০৭, ৬ মার্চ ২০২৫

Google News
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

চলতি বছর স্বাধীনতা পুরস্কারের জন্য ৮ বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, শহীদ মিনারের নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান, এবং নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ।

সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই মনোনীত ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে। আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। ২০১৯ সালের অক্টোবর মাসে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়াজ তোলায়, ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনে তার মৃত্যু ঘটে।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা এবং এই বিশিষ্ট ব্যক্তিরা জাতির প্রতি তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কারে ভূষিত হচ্ছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের