রোববার,

০৯ মার্চ ২০২৫,

২৫ ফাল্গুন ১৪৩১

রোববার,

০৯ মার্চ ২০২৫,

২৫ ফাল্গুন ১৪৩১

Radio Today News

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ভাতা নিয়ে বড় সুখবর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৭, ৫ মার্চ ২০২৫

Google News
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য ভাতা নিয়ে বড় সুখবর

এমপিওভুক্ত (সরকার থেকে বেতন প্রাপ্ত) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। বুধবার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য এই সুখবরের কথা জানিয়ে গেছেন উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। 

তবে তিনি জানিয়েছেন, বেতন-ভাতা ও কল্যাণ নিয়ে বেসরকারি শিক্ষকদের গত ১৫ বছরের বঞ্চনা এক বছরের বাজেটে মিটবে না, এজন্য কয়েকটি বাজেট প্রয়োজন হবে। তিনি বলেন, ১৫ থেকে ২০ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কী করে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা তারা করে দিয়ে যাচ্ছেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াব। আমি জানি এ বছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এ বছরই কিছুটা তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে এক-দুই বাজেটে হবে না, তিন থেকে চারটা বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, শিক্ষা কমিশন অতীতে পাঁচ থেকে ছয়টি হয়েছে। তারা কি সমস্যার সমাধান করেছে? কয়েকজনকে বসিয়ে দিয়ে কমিশন করলেই কি সমস্যার সমাধান হবে? তাদের সবকিছু বুঝতেই তো অনেক সময় চলে যাবে। আমাদের দূরদৃষ্টিসম্পন্ন একটা কমিশন হওয়া উচিত।

তিনি বলেন, অনেকেই জানে না বেসরকারি শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। নায়েমসহ (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রে শুধু সরকারি শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। অথচ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় বেশি। সুতরাং নতুন কমিশন এসে এসব বিষয় বিবেচনা নেবে।

কারিকুলাম কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কারিকুলাম ভালো করার পর প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তো কাজ হবে না। শিক্ষা ব্যবস্থা নষ্ট হতে অনেক সময় লাগে। আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই বিশৃঙ্খল ও অবিন্যস্ত। সুতরাং আমিও এতক্ষণ সেই অবিন্যস্তভাবেই কথা বললাম।

এত দিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। এখন ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের