শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার সিদ্ধান্ত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা শূণ্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে পানবাড়ি বিওপিতে বিজিবি'র আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি'র পক্ষে রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার রাজিব গৌতম নেতৃত্ব দেন।

এসময় বিজিবি’র রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য স্টাফ অফিসার এবং বিএসএফ'র ৬, ৪০ ও ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টসহ অন্যান্য স্টাফ অফিসাররা অংশগ্রহণ করেন।

বৈঠকে সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরীহ/নিরস্ত্র জনগণকে আহত না করা, নারী ও শিশু, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, চোরাচালান রোধে যৌথ টহল জোরদার করা ও একে অন্যকে সহযোগিতা করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

এদিকে সীমান্তে হত্যা বন্ধসহ সীমান্তের ১৫০ গজের ভিতরে কোনো প্রকার স্থাপনা নির্মাণ না করার ব্যাপারে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী অঙ্গীকার করেন। 

এছাড়াও পতাকা বৈঠকে সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর ফলপ্রসূ আলোচনা হয়।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের