শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

২৫ হাজার ফুট উঁচুতে উঠে অক্সিজেন স্বল্পতা, ফিরল বিমানের ফ্লাইট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
২৫ হাজার ফুট উঁচুতে উঠে অক্সিজেন স্বল্পতা, ফিরল বিমানের ফ্লাইট

২৫ হাজার ফুট উচ্চতায় উঠে কেবিন প্রেসার কমে যাওয়ার সমস্যার কারণে ব্যাংককগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট নিয়ে উড্ডয়ন করে। দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটি ঘণ্টাখানেক পর মিয়ানমারের আকাশে প্রবেশ করলে কেবিন প্রেসার কমে যায়। এতে প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ওভারহেড অক্সিজেন মাস্ক নেমে আসে।

ঘটনার সময় ফ্লাইটটি ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করছিল, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে পাইলট বিমানটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এক ঘণ্টার মধ্যে, দুপুর ২টায়, বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর, বিমানে থাকা সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম নিশ্চিত করেছেন, ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

একজন যাত্রী জানিয়েছেন, পাইলট ও ক্রুরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন এবং যাত্রীদের নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের