শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

নির্বাচনের আগে সংস্কার জরুরি: ইলিয়াস কাঞ্চন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
নির্বাচনের আগে সংস্কার জরুরি: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, দেশের রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আনতে হবে। তাদের বোধোদয় ঘটলে দেশের মানুষ একটি সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‌‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্রামাঞ্চলে হয়রানির চিত্র তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন তিনি বলেন, গ্রামাঞ্চলের অবস্থা ভালো নয়। টাকার বিনিময়ে মামলা দেওয়াসহ বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড চলছেই। তবে আমরা আশা করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন হলো, সে নির্বাচন কীভাবে হবে? এর জন্য প্রয়োজনীয় পরিবেশ কি তৈরি হয়েছে? যদি সংস্কার না করেই নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যে দলই ক্ষমতায় আসুক না কেন, পরিস্থিতি আগের মতোই থেকে যাবে, বরং আরও খারাপ হতে পারে।

সংস্কারের গুরুত্ব ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আমাদের কথা শুনতে হবে। যদি তারা না শোনেন, তাহলে আমাদের কিছু বলার দরকার নেই। কারণ, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে সংশ্লিষ্ট সবার মতামত শোনা জরুরি।

পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে তিনি বলেন, গত ছয় মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল, কিন্তু তা করা হয়নি। এতে বোঝা যাচ্ছে, সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। দেশের মানুষের মধ্যে ঐক্য নেই, আর এই বিভক্তির ফল ভালো কিছু আনবে না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের