শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৭ ফাল্গুন ১৪৩১

Radio Today News

বেক্সিমকোর শ্রমিকদের পাওনা ৯ মার্চ থেকে দেয়া হবে: শ্রম উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা ৯ মার্চ থেকে দেয়া হবে: শ্রম উপদেষ্টা

২৮ ফেব্রুয়ারি থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত ১৪টি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ১৪টি প্রতিষ্ঠানে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক কাজ করেন। তাদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা। এই টাকা আগামী ৯ মার্চ থেকে দেয়া শুরু হবে শ্রমিকদের। এরমধ্যে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা দিবে অর্থ বিভাগ, ২০০ কোটি টাকা শ্রম মন্ত্রণালয়ের তহবিল এবং ২০০ কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংকের তহবিল।

উপদেষ্টা বলেন, ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে যেই ১৩টি ব্যাংক ঋণ দিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনবে সরকার। এ ব্যাপারে অত্যন্ত কঠোর এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটি। 

এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান সেনাপ্রধান অত্যন্ত দক্ষ এবং স্ট্রেইট ফরোয়ার্ড লোক। তিনি বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুক ওনাকে চিনি, সে অনেক সোজা-সাপটা লোক। যা বলার, মানুষের মুখের ওপর বলেন। তার ওপর আমার অনেক সম্মান আছে। উনি কী বলেছেন, না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, উনিই দিতে পারবেন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের