শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে ড. ইউনূস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্বে ড. ইউনূস

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তার পদত্যাগের একদিন পরেই মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। 

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

নাহিদ ইসলাম দায়িত্ব ছাড়ার পর তার দুই মন্ত্রণালয় যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। সেখান থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাহফুজ আলমকে। আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন প্রধান উপদেষ্টা।

সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনিই উপদেষ্টাদের দপ্তর বণ্টন করেন।

এর আগে, পাঁচ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ড. ইউনূস। সেগুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের