শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি

আগামী ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরে নির্ধারণ হলে স্থানীয় নির্বাচন আগে সম্ভব নয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষ ভোট দিতে আগ্রহী, তাই বলেই উৎসাহ-উদ্দীপনার সাথে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন তারা।

স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর সময় লাগবে জানিয়ে ইসি আনোয়ারুল আরও বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরে নির্ধারণ হলে স্থানীয় নির্বাচন আগে সম্ভব নয়।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের