মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১২ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ঈদে একদিন ম্যানেজ হলে ছুটি মিলবে টানা ৯ দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ঈদে একদিন ম্যানেজ হলে ছুটি মিলবে টানা ৯ দিন

একদিনের ছুটি কোনভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এপ্রিল মাসের ৩ তারিখ বৃহস্পতিবার কোনো ভাবে ছুটি নিতে পারলে পেতে পারেন এই সুযোগ।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। 

২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এ হিসাবে সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। 

অন্যদিকে, সরকারি কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে ওই ছুটির সঙ্গে আরো ৩ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ বৃহস্পতিবারের পরের দুদিন সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার। সেক্ষেত্রে সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন ওই চাকরিজীবী।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের