সোমবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৫,

১১ ফাল্গুন ১৪৩১

সোমবার,

২৪ ফেব্রুয়ারি ২০২৫,

১১ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ভোলায় রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপনের সিদ্ধান্ত: ড. ইউনূস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ভোলায় রপ্তানি প্রক্রিয়া জোন স্থাপনের সিদ্ধান্ত: ড. ইউনূস

বর্তমান সরকার বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপগুলোর উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপে গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে লঞ্চঘাট স্থাপন করা হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিকভাবে জোরদার করার জন্য ভোলা জেলায় একটি রফতানি প্রক্রিয়া জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে জেলেদের সঙ্গে জেলে নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‌‘বরিশালের হিজলাতে ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত জাতীয় বীর শহীদ রিয়াজের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার নামে একটি লঞ্চঘাটের পন্টুন উদ্বোধন করা হয়েছে। এছাড়া এ অঞ্চলের জেলেদের সুবিধার্থে মাছঘাট নির্মাণের প্রক্রিয়া চলমান আছে।’ 

তিনি বলেন, ‘হাতিয়াসহ বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপে মূল ভূ-খণ্ডের সঙ্গে সরাসরি ফেরি সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছি। মনপুরায় চরবাসীদের যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা নির্মাণ ও সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে। এসব উদ্যোগ নৌপরবিহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন এবং মৎস্য এবং প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা  ফরিদা আখতারের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠী এবং দ্বীপাঞ্চলবাসীদের টেকসই উন্নয়নে বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘মৎস্যজীবীদের তালিকায় অনেক অমৎস্যজীবী অন্তর্ভুক্ত হয়েছে— এটা অন্যায়। তাই তালিকা এমনভাবে হালনাগাদ করা হবে যেন অন্যায়ভাবে কেউ তালিকায় প্রবেশ করতে না পারে।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের