রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১১ ফাল্গুন ১৪৩১

রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১১ ফাল্গুন ১৪৩১

Radio Today News

অবসরে পাঠানো ডিসিদের আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা, বাকীদের নয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
অবসরে পাঠানো ডিসিদের আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা, বাকীদের নয়

১৪ এবং ১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব ডিসি ওএসডি হয়েছেন এবং বাধ্যতামূলক অবসরে গিয়েছেন তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে, বাকিদের বিরুদ্ধে হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এসব জানিয়েছেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেয়া হয়েছে।

জনপ্রশাসন সচিব বলেন, ২০২৪ সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে এখন গোয়েন্দা সংস্থা কাজ করছে। এরপর উপদেষ্টা পরিষদের কমিটিতে তাদের বিষয়ে তথ্য যাওয়ার পর সিদ্ধান্ত নেবে সরকার। তবে সরকার এ ব্যাপারে কারও সাথে অবিচার  করবে না বলেও জানান সচিব।

সচিব আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন এমন আরও নয়জন বঞ্চিত কর্মকর্তাদের সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার  যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনোভাবেই তাদের ব্যাপারে পক্ষপাত হয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের