রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১১ ফাল্গুন ১৪৩১

রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১১ ফাল্গুন ১৪৩১

Radio Today News

চারদিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
চারদিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

চারদিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক নম্বর ইউনিট চালু করা হয়, যা থেকে প্রতিদিন প্রায় ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।  

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, ১৭ ফেব্রুয়ারি এক নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দেওয়ায় এটি বন্ধ করা হয়েছিল। এর আগে, ১৫ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে তিন নম্বর ইউনিটও বন্ধ করা হয়। ফলে বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।  

মেরামত শেষে এক নম্বর ইউনিট চালু করা হলেও তিন নম্বর ইউনিটের মেরামত কার্যক্রম এখনও চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেটিও চালু করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের