শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

৬৪ এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
৬৪ এসপিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। জেলা প্রশাসক (ডিসি) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হলে সামনে চলে আসে পুলিশ সুপারদের (এসপি) বিষয়টিও। এ অবস্থায় সেই বিতর্কিত এসপিদের ভবিষ্যৎ পরিণতি কী হবে, তা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, এসপিদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আসিফ মাহমুদ লেখেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।’

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসক (ডিসি) ও এক যুগ্ম-সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এই ২২ ডিসি এখন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগসহ নানান পদে অতিরিক্ত সচিব ও সচিব হিসেবে কর্মরত আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান সচিবালয়ে সাংবাদিকদের বলেন, '২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন। তারা অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। 

তিনি আরও বলেন, তাই যাদের চাকরির বয়স ২৫ এর ওপরে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। আর যাদের চাকরির বয়স ২৫ এর কম তাদেরকে ওএসডি করা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের