শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

কর্মবিরতি প্রত্যাহার, শুক্রবার থেকে চলবে মেট্রোরেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Google News
কর্মবিরতি প্রত্যাহার, শুক্রবার থেকে চলবে মেট্রোরেল

কর্মবিরতি প্রত্যাহার করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে, আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মেট্রোরেল কর্মীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ডিএমটিসিএলে নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের প্রতি সম্মান প্রদর্শন করে তারা পূর্বে ঘোষিত কর্মবিরতি স্থগিত করেছেন।

আরও বলা হয়, গত ১৩ ফেব্রুয়ারি এবং ১৭ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রেস রিলিজে ডিএমটিসিএল এর স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরি বিধিমালা প্রণয়ন করার জন্য জোরালো দাবি জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে, ২০ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার বিষয়ে আলোচনা করে এবং কিছু সংশোধনীর পর ২২ মার্চের মধ্যে আধুনিক ও বাস্তবসম্মত চাকরি বিধিমালা প্রণয়ন করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, গত বছর ১২ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মেট্রোরেলের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করতে নির্দেশনা দিয়েছিলেন, তবে ৫ মাস পেরিয়ে গেলেও এটি বাস্তবায়ন হয়নি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের