শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

জুলাই বিপ্লবের অগ্রদূত ছাত্রদের কংগ্রেসে আমন্ত্রণ জানিয়ে যা বললেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Google News
জুলাই বিপ্লবের অগ্রদূত ছাত্রদের কংগ্রেসে আমন্ত্রণ জানিয়ে যা বললেন

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের বিপ্লবের অনন্য ভূমিকাকে এবার স্বীকৃতি দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো। তিনি শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনে জেন-জি'দের আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে জুলাই বিপ্লবের ছাত্রনেতাদের কংগ্রেসনাল ঘোষণাপত্র গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসনাল অফিসে এক আলোচনা সভায় সোটোর এ মন্তব্য করেন।

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত কংগ্রেসম্যান সোটো দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া, তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশি-আমেরিকানরা কংগ্রেসম্যান সোটোর এই সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে বাংলাদেশের বন্ধু হিসেবে শ্রদ্ধা করেন। সোটো তার সহকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এক টুইট বার্তায় এ কংগ্রেসম্যান বাংলাদেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালীন সময়ের হালনাগাদ তথ্য দেয়ার জন্য মার্কিন-বাংলাদেশি জাহিদ এফ সরদার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবসময় বাংলাদেশের জনগণের পাশে আছেন বলে মঙ্গলবার এক বার্তায় জানিয়েছেন মার্কিন এই কংগ্রেসম্যান।

এর আগে, ৯ আগস্ট যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে ড্যারেন সোটো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা।
 
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টেকে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছিলেন সোটো। এছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ১১৫তম মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলের পক্ষে ছয় কংগ্রেসম্যানের সঙ্গেও যুক্ত ছিলেন সোটো।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের