শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

নির্বাচন আয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি: সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
নির্বাচন আয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাছির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। ইসি সে সবের অংশ হতে চায় না। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। তিনি  জানান, নির্বাচন আয়োজনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। 

সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। আগে নানা রকম চাপ ছিল, তাই নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। আইন থাকলেও আইনের প্রয়োগ না থাকায় এই সংকট দেখা দিয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। 

তবে, এখন অন্যায়ভাবে কেউ কোনো চাপ প্রয়োগ করতে পারবে  না বলেও জেলা প্রশাসকদের আশ্বস্ত করেন সিইসি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের