শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সেবাদাতাদের সঙ্গে নবায়নযোগ্য উদ্যোক্তাদের সংযোগ বাড়াতে হবে

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সেবাদাতাদের সঙ্গে নবায়নযোগ্য উদ্যোক্তাদের সংযোগ বাড়াতে হবে

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ২০৪০ সাল নাগাদ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৪০ শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে পূরণ করতে হবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বর্তমানে এ খাতে খুব সামান্য অর্থায়ন করছে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪০ সাল নাগাদ নবায়নযোগ্য শক্তির বিকাশে যে অর্থায়ন প্রয়োজন তার ১০ শতাংশেরও কম পাওয়া যাবে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে। নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়ন জোরদার করতে তাই অর্থায়নকারিদের সাথে এ খাতের উদ্যোক্তাদের সংযোগ আরও বাড়ানোর বিকল্প নেই। আজ (মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২৫) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে “বাংলাদেশ নবায়নযোগ্য শক্তি অর্থায়নের ধারা” শীর্ষক সেমিনারে এ কথা বলেন বক্তারা।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম এর ফ্যাকাল্টি মেম্বার এবং টেকসই অর্থায়ন বিশেষজ্ঞ খন্দকার মোরশেদ মিল্লাত। বর্তমানে দেশের ব্যাংকিং খাত যে ঋণ সরবরাহ করছে তার ১ শতাংশেরও কম নবায়নযোগ্য শক্তি খাতে যাচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন যে, দেশের কেন্দ্রীয় ব্যাংক টেকসই অর্থায়ন সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা ও গাইডলাইন প্রণয়নের পাশাপাশি পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়ন বাড়ানোর বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে। বাজেট তথা আর্থিক নীতির পাশাপাশি মুদ্রানীতিতে আর কি কি সংস্কার করা গেলে নবায়নযোগ্য শক্তি খাতে অর্থায়ন বাড়ানো যাবে- সেগুলো নিয়ে সকল অংশীজনের পারস্পরিক মতবিনিময় বাড়াতে হবে বলে মনে করেন তিনি।

বৃহদায়তন নবায়নযোগ্য শক্তি প্রকল্প অর্থায়নে দেশের ব্যাংকগুলোর সীমাবদ্ধতা থাকায়, এ খাতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিদের আরও বেশি মাত্রায় যুক্ত করা দরকার বলে মন্তব্য করেন ব্র্যাক ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স-এর প্রধান তাশমীম মুনতাজির চৌধুরী। বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন যে, ছোট আকারের নবায়নযোগ্য শক্তি প্রকল্প বিশেষত ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তবে পর্যাপ্ত অর্থায়নের অভাবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স বিভাগের ডেপুটি ডিরেক্টর রাগিব ইবনুল আসিফ বলেন, ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে নবায়নযোগ্য শক্তির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বিষয়ে সচেতনতা বাড়ালে এ খাতে অর্থায়নের প্রবাহ বাড়ানো যাবে।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন সোনালি ব্যাংকের এজিএম শহিদুল ইসলাম, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত সামির, ব্যাংক আল আরাফাহ-এর ফার্স্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. বদরুল আমিন। উন্নয়ন সমন্বয়ের জ্যোষ্ঠ প্রকল্প সমন্বয়কারি জাহিদ রহমানের সঞ্চালনায় সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ব্যাংক-এনবিএফআই-এর প্রতিনিধি, নবায়নযোগ্য শক্তি উদ্যোক্তা, গবেষক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের