শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২১ ফেব্রুয়ারি ২০২৫,

৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

‘নির্বাচনে কোনো ডিসির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ পেলেই ব্যবস্থা’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
‘নির্বাচনে কোনো ডিসির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ পেলেই ব্যবস্থা’

বন ও পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এবারের নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে। ডিসিদের ওপর কোনো দলীয় তকমা থাকবে না। তাই নির্বাচনের সময় ডিসিদের ওপর ফল এদিক-সেদিক করার জন্য কোনো প্রভাব থাকবে না। তাই ডিসিরা নির্ভয়ে ও নির্ভার থেকে নির্বাচন পরিচালনা করতে পারবে। যদি কোনো ডিসির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আজ ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিন। 

প্লাস্টিক ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি অফিসগুলোতে আর যেন প্লাস্টিকের ব্যবহার না হয়, সে ব্যাপারে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিস্তা প্রকল্প নিয়ে চীনের পদক্ষেপ প্রসঙ্গে পানি সম্পদ উপদেষ্টা বলেন, ‘তিস্তা প্রকল্পের মহাপরিকল্পনা এ বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সরকারকে জানাতে অনুরোধ করা হয়েছে চীনকে। ২০২৬ সাল পর্যন্ত মহাপরিকল্পনার কাজ চলবে। তিস্তা নিয়ে চীনের আগের মহাপরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাই আগের পরিকল্পনা বাদ দিয়ে নতুন করে পরিকল্পনা দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে চীন সরকারকে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের