বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ক্রমবর্ধমান উত্তেজনা, দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ক্রমবর্ধমান উত্তেজনা, দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দিল্লিতে শুরু হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের এই মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিতে গতকাল সোমবার দুপুরে ভারতে পৌঁছেছে।

বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা গিয়েছেন।

বিএসএফ মহাপরিচালক (ডিজি) দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। সীমান্তে উত্তেজনা, দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কমাতে এই আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের