বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

অর্থ আত্মসাৎ: মুজিবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
অর্থ আত্মসাৎ: মুজিবুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক এবং তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক তার মন্ত্রী ও সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এছাড়া, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা স্বামীর ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
 
এ বিষয়ে দুদক আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের