
গাজীপুরের টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে একটি প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার এক্স এডিশন ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খান।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান বলেন, টঙ্গীর হোসেন মার্কেট ও গাজীপুরা এলাকার পৃথক দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিলেন।
খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে চালানো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ সহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।