শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

২৯ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

২৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সংবিধান সংস্কারের বিষয়টি সরকার ও রাজনৈতিক দলের: আলী রীয়াজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সংবিধান সংস্কারের বিষয়টি সরকার ও রাজনৈতিক দলের: আলী রীয়াজ

গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না তা অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কারের বিষয়ে ঐক্যমত আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশন সদস্যদের মধ্যে কোনো ঐক্যমত তৈরি না হওয়ায় বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ মালা গণমাধ্যমকে জানাতে কমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজসহ অন্যান্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না তা ঠিক করবে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে অনেক সংস্কার সম্ভব। সে সব বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নিবেন।

কমিশন প্রধান জানান, সাবেক প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার জন্যই ৭০ অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের