বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি

বাংলাদেশের ইতিহাসে সেরা ভোট করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করছি। আশা করছি এবার নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এ নিয়ে কিছু করার নেই।

তিনি জানান, গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য ইউএনডিপিকে অনুরোধ জানানো হয়। সেই অনুরোধের প্রেক্ষিতে জানুয়ারিতে কী ধরনের কারিগরি সহায়তা দেওয়া যায় সেজন্য ইউএন-এর একটি প্রয়োজনীয় মূল্যায়ন দল দুই সপ্তাহ সফর করে। তাদের সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক কিছু আলোচনা করেছি।

এক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণের জন্য ইসিকে শক্তিশালী করণ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শক্তিশালীকরণ যেমন ভোটার নিবন্ধন, ভোটার নিবন্ধন প্রচার, ভোটার শিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে যোগ করেন তিনি।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের