স্বৈরাশাসকদের মতো কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, যে সরকার দেশের একটি পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালনের কথা বলেছিল, যারা সংস্কারের দাবি করে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, আমরা দেখলাম স্বৈরাশাসকরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা সেই বিগত কথিত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।
বুধবার টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন, সংস্কারের যে এজেন্ডা সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যে সকল উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন সেসব উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকার থেকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাবো। তা না হলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে।
রেডিওটুডে নিউজ/আনাম