সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫,

২০ মাঘ ১৪৩১

সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫,

২০ মাঘ ১৪৩১

Radio Today News

এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
এলপিজির দাম বাড়ল, আজ থেকেই কার্যকর

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে সরকার। চলতি ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দর ঘোষণা করে। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেন ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিকটন যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫ ও ৬৫। প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৮ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

এর আগে জানুয়ারি মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজির দাম। তবে গত ১৪ জানুয়ারি এই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়।

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। সে অনুযায়ী দেশেও দাম সমন্বয় করে বিইআরসি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের