বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

চালের বাজারের সিন্ডিকেট ধরতে পারছি না: কৃষি উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৩, ২২ জানুয়ারি ২০২৫

Google News
চালের বাজারের সিন্ডিকেট ধরতে পারছি না: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মোটা চালের দাম কমে এসেছে। তবে সরু চালের দাম এখনও বেশি। চালের বাজারের সিন্ডিকেট ধরতে পারছি না, তাই ভাঙতেও পারছি না।

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে নিরাপত্তা হুমকির খবরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা একটা মিথ্যা সংবাদ। কোনো কিছু তো হয়নি। মিথ্যা সংবাদের ভিত্তিতে হয়েছে; (সংবাদদাতাদের) শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে।

পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাক পরিবর্তনের সময় একটি কথা বলেছি, মন ও মানসিকতার যদি পরিবর্তন না হয় কোনো কিছু হবে না। পোশাক দিয়ে তো হয় না, মন ও মানসিকতার পরিবর্তন হতে হবে। দুর্নীতি কমাতে হবে। আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। দুর্নীতি কমাতে পারলে সবকিছু ভালো হয়ে যাবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের