বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বৃহস্পতিবার,

২৩ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

রোহিঙ্গা ইস্যুতে বড় আন্তর্জাতিক সম্মেলন করবে সরকার: প্রধান উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪২, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:৪৪, ২২ জানুয়ারি ২০২৫

Google News
রোহিঙ্গা ইস্যুতে বড় আন্তর্জাতিক সম্মেলন করবে সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্দার স্টাবের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

বৈঠকের সময় অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে প্রেসিডেন্ট স্টাবকে অবহিত করেন। প্রেসিডেন্ট স্টাব বলেন, আমি আপনাদের জন্য শুভকামনা জানাই। আমাদের এমন একটি পৃথিবী দরকার, যা হবে আইনের শাসনভিত্তিক।

এছাড়া তিনি গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ড. ইউনূস তার বক্তব্যে উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক ইউনূস বলেন, আমরা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে শরণার্থীদের দুর্দশা বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনতে চাই।

দাভোস সম্মেলনে অধ্যাপক ইউনূসের অন্যান্য বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য ছিল বেলজিয়ামের রাজা ফিলিপ, থাই প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাৎ।

এছাড়া তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা এবং জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি ওলফগ্যাং স্মিতের সঙ্গে বৈঠক করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের