চার ধরনের অপরাধকে অজামিন যোগ্য করে হালনাগাদ করা হলো সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫। এছাড়া বাতিল করা হচ্ছে বিতর্কিত ৯টি ধারা। আজ বুধবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি জানান, জনপরিসরে আপত্তির প্রতি সম্মান জানিয়ে এই আইন থেকে বুলিংকে বাদ দেয়া হয়েছে। এতে সরকারকেও স্বচ্ছতা ও জবাবদিহিতার অধীনে আনার পাশাপাশি অধ্যাদেশের ২৫-এর ৩-এ নারী ও শিশু সাইবার অপরাধকে শাস্তিযোগ্য করা হয়েছে।
টিআইবিসহ বিভিন্ন নাগরিক সমাজের পরামর্শে সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার পর এই হালনাগাদ করা হয়েছে বলেও জানান তিনি।
সচিব বলেন, এরপরও যদি কারও কোনো অভিযোগ থাকে, তবে তা জানালে আইন পাশের আগে সংশোধন, পরিমার্জনের সুযোগ থাকছে। দেশে সুপ্রশস্ত সাইবার স্পেসকে সুরক্ষায় নিবর্তনমূলক না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। পেনালকোডে যেসব বিষয় আছে তা এখানে অন্তর্ভুক্ত করা