বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২১, ২২ জানুয়ারি ২০২৫

Google News
রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, শাহজালালে সতর্কতা জারি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বিমানের ওই ফ্লাইটে কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে বিমানটিতে থাকা আড়াইশ’ যাত্রী ও ১৩ ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের