মধ্যপ্রাচ্য প্রবাসীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক, এমন ভুল তথ্যে সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। পরে বিক্ষোভকারীরা জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই এমন হয়রানি শিকার হয়েছেন তারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতাল টিকা নিতে আসেন। এসময় টিকার মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেন প্রবাসীরা৷ পরে মিছিল নিয়ে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা৷
এসময়, এই টিকা শুধু ওমরাহ ও ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ এমনটি জানালে আন্দোলন স্থগিত করেন তারা৷ যদিও এর আগে, সড়ক অবরোধ ও মিছিলের কারণে যানজটের ভোগান্তিতে পড়েন পান্থপথ ও আশপাশের এলাকার মানুষ৷
রেডিওটুডে নিউজ/আনাম