মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫,

৮ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫,

৮ মাঘ ১৪৩১

Radio Today News

বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৭, ২০ জানুয়ারি ২০২৫

Google News
বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৩-১৮ জানুয়ারি পাকিস্তান সফর করেন প্রতিনিধি দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দলটি পাকিস্তানের তিনবাহিনী প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের