সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

Radio Today News

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৫, ১৯ জানুয়ারি ২০২৫

Google News
এস কে সুরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার

দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সবশেষ পাওয়া খবর অনুযায়ী তার বাসা থেকে নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানটির নেতৃত্বে ছিলেন দুদক পরিচালক মো. সাইমুজ্জামান।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তার রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযান শুরু করে দুদক। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

দুদক মহাপরিচালক বলেন, এস কে সুরের বাসায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালাচ্ছে। এ সংক্রান্ত তথ্য পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করে তাকে। সম্পদের বিবরণীয় দাখিল না করার অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর দায়েরকৃত এক মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালতে হাজির করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে।

প্রসঙ্গত, আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো শুরু করে দুদক। একই বছরের মার্চে দুদকে তলব করা হয় তাকে। ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এস কে সুর চৌধুরী।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের